যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য গবেষণাও করতে হয়েছে আফজাল হোসেনকে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ ভর্তির জন্য আইইএলটিএস স্কোরের পাশাপাশি গবেষণাপত্র থাকাটা জরুরি। আমার যেহেতু লক্ষ্য ছিল স্কলারশিপসহ ভর্তি হওয়া, তাই আমি গবেষণাপত্র তৈরি করে জার্নালে প্রকাশ করি। এই গবেষণা আমাকে বৃত্তি পেতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে।’
আফজাল হোসেন যে ইনস্টিটিউট থেকে ফিজিওথেরাপিতে বিএসসি পাস করেন, সেখানে সনদ ও মার্কশিটে পাস ও ফেল লেখা থাকে। গ্রেডিং পদ্ধতি নেই। ফলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বিষয়টি নিয়ে তাঁকে সমস্যায় পড়তে হয়। কারণ, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডিং পদ্ধতি ছাড়া সনদ গ্রহণ করে না। ফলে তাকে বাড়তি টাকা খরচ করে ইন্টারন্যাশনাল ক্রেডিন্সিয়াল ইভ্যালুয়েশন সার্ভিসেস (ডব্লিউইএস) থেকে পাস কোর্সের সনদ গ্রেডিংয়ে কনভার্ট করতে হয়।