৬ June ২০২৫ Friday ২:৫৬:০৭ AM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা পৌরসভার আমতলার পাড় এলাকায় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মো. ওমর ফারুক (৩৮) নামে এক টমটম চালকের আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। তার স্ত্রী মোসা. ময়না বেগমের দাবী পরকীয়ায় জড়িয়ে পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে ওমর ফারুক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওমর ফারুকের তালতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালি গ্রামের বাসিন্দা। ২০১০ সালে ময়না বেগমের সঙ্গে বিয়ে হয়। দীর্ঘ প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী সন্তানদের নিয়ে ওমর ফারুক বরগুনা পৌরসভার আমতলার পার নামক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তবে গত তিন চারমাস আগে ওমর ফারুক অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান।
বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এমনকি মারধরের শিকারও হন ময়না বেগম। এ ঘটনায় কুরআন শরীফ ছুঁয়ে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে আবারও ওই নারীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখেন ওমর ফারুক। বুধবার আবারও ক্ষমা চেয়ে রাতে স্ত্রী সন্তান ঘুমিয়ে পড়লে ওমর ফারুক আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে স্ত্রী মোসা. ময়না বেগম বলেন, গত চার মাস ধরে আমার স্বামী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি আমি জানলে পরকীয়ার প্রতিবাদ করায় আমার স্বামীর প্রেমিকার আত্মীয়রা আমাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে ঢাকা থেকে চিকিৎসা শেষে বরগুনায় ফিরলে আমার স্বামী অনুতপ্ত হয়ে কুরআন শরীফ ছুঁয়ে ক্ষমা চায়। আমিও মাফ করে দেই। কিন্তু তিনি তারপরও ওই নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যান। এতে তিনি নিজেই অনুতপ্ত হয়ে পড়েন। আমি তাকে বুঝাইছি আল্লাহর কাছে মাফ চাও নামাজ পড়ো।তিনি আরও বলেন, বুধবার রাতেও সে ক্ষমা চেয়েছে। পরে আমি ছোট মেয়েকে নিয়ে আলাদা রুমে ঘুমিয়ে পড়ি।
সকালে উঠে দেখি ঘরের বারান্দায় আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ ঝুলছে।মৃতের বড় মেয়ে ফারজানা বলেন, বুধবার রাতে ফুফাতো বোনের বিয়ের অনুষ্ঠান থাকায় আমি সেখানে যাই।
রাতে কি হয়েছে আমি কিছুই জানি না। সকালে মা আমাকে ফোন দিয়ে জানায় বাবা মারা গেছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখি বাবা আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ওমর ফারুক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |