সৌদি আরবে দালালের প্রতারণার শিকার যুবকের যশোরে আদালতে মামলা

সৌদি আরবে দালালের প্রতারণার শিকার যুবকের যশোরে আদালতে মামলা

সৌদি আরবে দালালের প্রতারণার শিকার যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বিপ্লব হোসেন রতন নামে এক যুবক বুধবার দালাল শহিদুল ইসলাম রনির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন।

অভিযুক্ত দালালের নাম শহিদুল ইসলাম রনি। তিনি মণিরামপুর উপজেলার কুদলাপাড়া মাদ্রাসা রোডের বাসিন্দা। অপরদিকে ভুক্তভোগী বিপ্লব হোসেন রতন সদর উপজেলার ফরিদপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, অভিযুক্ত শহিদুল ইসলাম রনি সৌদিতে ভালো চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর কারণে তাতে রাজী হয়ে যান ভুক্তভোগী বিপ্লব হোসেন রনি।

এ জন্য তিনি তাকে নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংক চেকের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা প্রদান করেন। এরপর পাসপোর্টে ভিসা সংক্রান্ত প্রসেস করে বিপ্লব হোসেন রতনকে সৌদিতে নিয়ে যান শহিদুল ইসলাম রনি। কিন্তু বিপ্লব হোসেন রতনকে সৌদিতে নিয়ে যাওয়া হলেও তাকে কোনো প্রতিষ্ঠানে চাকরি না দিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হতো। পরে বিপ্লব হোসেন রতন পাসপোর্ট খুলে দেখতে পান, সেখানে ৯০ দিনের ভিসা রয়েছে। যার মেয়াদ ২০২২ সালের ২৫ জুলাই।

এরই মধ্যে বিপ্লব হোসেন রতন সৌদি পুলিশের হাতে আটক হন এবং দুই মাস জেল খেটে দেশে ফিরে আসেন। এরপর অভিযুক্ত দালাল শহিদুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে তার কাছে টাকা ফেরত চান। কিন্তু তিনি তাকে টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

Explore More Districts