১৩ July ২০২৫ Sunday ৩:৪২:২৩ PM | ![]() ![]() ![]() ![]() |
বরগুনা প্রতিনিধি:

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চান ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ নতুন বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য ও ঢলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য দেন রায়ভোগ ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালেক মাস্টার, নিহত সোহাগের মামা সেন্টু আকন, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, মিজানুর রহমান জোমাদ্দারসহ অনেকে।
বক্তারা বলেন, সোহাগ ছিলেন একজন সদালাপী ও দানশীল মানুষ। তাঁর দুই সন্তান এখন পিতৃহীন হয়ে এতিম হলো। যারা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড এলাকার ৩ নম্বর গেটে পাথর মেরে হত্যা করা হয় পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী ও যুবদলকর্মী লাল চান ওরফে সোহাগকে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |