সোনার দাম কমে ভরি এখন ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা

সোনার দাম কমে ভরি এখন ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা

এদিকে গতকাল শনিবার পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৫৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৬ হাজার ২৬৭ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসেবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ৯৯২ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমেছে।

এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সমিতির নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Explore More Districts