- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- জাতীয় শোক দিবস পালনে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা
সোনারগাঁয়ে খামারে ২০ লাখ টাকার মাছ লুট
- আপডেট টাইম : আগস্ট, ১৩, ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ
- 11 পড়েছেন
নারায়াণগঞ্জ প্রতিদিনঃ
সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের ভারগাঁও নন্দিপুর এলাকার একটি মৎস খামার থেকে প্রায় ২০ রাখ টাকার মাছ লুট করেছে বলে অভিযোগ করেছেন খামারটির মালিক মোঃ আবু সাইদ। এ বেপারে খামার মালিক আবু সাইদ বাদী হয়ে দায়ীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
খামারী আবু সাইদ জানান চলতি বছরের মার্চ মাসে তিনি ভারগাঁও নন্দিপুর এলাকায় ১২ একর জলাশয়ে আব্দুল্লাহ মৎস খামার নামে একটি প্রোজেক্ট চালু করেন।পাশাপাশি পাশ্ববর্তী স্থানে ৩ একর ও ৮ একর জলাশয়ে আরও পৃথক দুটি মৎস খামার গড়ে তোলেন।সম্পতি অতি বৃষ্টির কারনে তার ১২ একর জলাশয়ের খামারটির মাছ আশেপাশে ছড়িয়ে পরে।এ অবস্থায় স্থানীয়দেরকে তিনি বিষয়টি অবগত করেন কিন্তু তার কথায় কর্ণপাত না করে কাজীপাড়া গ্রামের প্রভাবশালী শফিকুল ইসলাম কেসা,স্বপন,সুমন,মকবুল,আক্তার,আনোয়ার হোসেন আনু,সাইফুল সহ ভারগাঁও গ্রামের আজগর,লোকমান,মোক্তার জাল দিয়ে প্রকাশ্যে জোরর পুর্বক খামারের মাছ ধরে নিয়ে যায়।তাদেরকে মাছ ধরতে নিষেধ করলে তারা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করতে আসেন।এ পর্যন্ত তারা প্রায় ২০ লাখ টাকার মাছ রুট করে নিয়ে গেছে।তাদের মাছ ধরা এখনো অব্যাহত আছে।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও থানাধীন তালতলা ফাড়ি পুলিশের পরিদর্শক মো.ফরিদ হোসেন জানান,মৎস খামার আবু সাইদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।বাংলাদেশ মৎস আইন অনুযায়ী কোন খামারের মাছ আশেপাশে ছড়িয়ে পরলে সেটা কেউ ধরে নিয়ে যেতে পারবেনা।যারা জোর পুর্বক মাছ দরে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।