- নারায়ণগঞ্জ, শহর
- নদী ও খালের জায়গা উদ্ধারের তাগিদ বিভাগীয় কমিশনারের
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৪ : অভিযাগ দায়ের
- আপডেট টাইম : মে, ১৯, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
- 45 পড়েছেন
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৪ : অভিযাগ দায়ের
নিজস্ব প্রতিবেদন ::
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় বাড়ির সীমানার খুটি নিয়ে ভাইদের মধ্যে কথাকাটাকাটি এবং হামলায় আব্দুর রশিদ সহ চারজন আহত।
জানা যায়, সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় মোঃ আব্দুর রশিদ মিয়ার সাথে তার ছোট ভাই মোঃ ফজলুল হকের সাথে দীর্ঘদিন ধরে জায়গা -জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকার পঞ্চায়েত গণ বিচার শালিস করলেও কোন সমাধান পাওয়া যায়নি। ১৯ শে মে রোজ সোমবার সকাল সারে ৮ ঘটিকার সময় বাড়ির জায়গা -জমিন সংক্রান্ত বিষয় নিয়ে সার্ভেয়ার দিয়ে মেপে খুটি দিয়ে যাওয়ায় সেই খুঁটি ফেলে দেয় মোঃ মফিজুল ইসলাম গংরা। তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায় আব্দুর রশিদ পরিবারের উপর । এতে আহত হন আব্দুর রশিদ মিয়া (৬৫)শাহজাহান (৫৫)মোঃ আমিনুল ইসলাম (৫০) তার ছেলে নাঈম (২১)সহ চার জন। আব্দুর রশিদ মিয়া গুরুতর আহত হওয়ায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারামারিতে আব্দুর রশিদ মিয়ার ২২ হাজার ৫০০ টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায়।
এ বিষয়ে ১নং আসামী মোঃ মফিজুল ইসলাম (৩৮)পিতা মৃত আব্দুল হাশেম ২নং আাসামী দেলোয়ার হোসেন( ৩০) পিতা ফজলুল হক ৩নং আসামী আজিজুল ইসলাম( ৪২)পিতা মৃত আব্দুল হাসেম ৪নং আাসামী রফিকুল ইসলাম(৩৫) পিতা মৃত আব্দুল হাসেম ৫নং আাসামী কবির হোসেন (৪০) পিতা ফজলুল হক ৬নং আসামী ফজলুল হক(৬৫) পিতা মৃত আব্দুল হাশেম সাং- গোলনগর, সাদিপুর, এদেরকে আসামি করে সোনারগাও থানায় মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ মফিজুর রহমানের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।