সৈয়দপুর বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু
অনলাইন ডেস্ক:
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে আলোক স্বল্পতার কারণে বিমান উঠানামা বন্ধ থাকার পর পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ৮টা ৩৫ মিনিট থেকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়।
এর আগে, রবিবার (১২ মে) রানওয়েতে আলোক স্বল্পতার কারণে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনটি ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। পরে বিমানবন্দরে বাতিল হওয়া তিনটি ফ্লাইটের স্থানীয় যাত্রীরা বাড়ি ফিরে যান এবং দূরবর্তী যাত্রীদের বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়।
এদিকে, পুনরায় ফ্লাইট চালু হওয়ায় স্বস্তি জানিয়েছে বিমানবন্দরে আটকে পড়া দুই শতাধিক যাত্রী।
বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, সোমবার সকাল ৮টা ১ মিনিটে নভোএয়ার, ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমান ও ৮টা ১৫ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট অবতরণ করে। দিনের বেলায় বিমান চলাচলে কোনো সমস্যা নেই। চলমান সমস্যা নিরসনে বিশেষজ্ঞ প্রকৌশলী দল কাজ করছে।
আশা করি সন্ধ্যার মধ্যে সমস্যা সমাধান হবে।