দৈনিকসিলেটডটকম: পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন শুক্রবার সারা দিন বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে ব্যস্ত সময় পার করেছেন।
সকালে হাফিজ কমপ্লেক্সে আটটি ইউনিয়নের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কাছে সাড়ে চার হাজার পরিবারের জন্য ত্রাণ হস্তান্তর করেন।
পরে কান্দিগাও এবং হাটখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন। বিকালে সিলেট মহানগরের ২৫,২৬, ২৭নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন।
এসময় সেলিনা মোমেন বলেন, প্রতিটি দুর্যোগ-দুঃসময়ে সিলেটের মানুষের পাশে ছিল মোমেন ফাউন্ডেশন। চলমান ভয়াবহ বন্যায়ও মোমেন ফাউন্ডেশন বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন