পিরোজপুরে কাউখালীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে মো. মিরাজ শিকদার (৪০) নামে এক সেনা সদস্যকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার দিবাগত ভোররাত পোনে ৪টার দিকে জেলার পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাইপাস মোড় এলাকার আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।আহত মিরাজ শিকদার কক্সবাজারের রামু সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত। তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জেলাগাতির ফলইবুনিয়া গ্রামের মো. সালাম শিকদারের ছেলে। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।জানা গেছে, ঘটনার সময় মিরাজ শিকদার কাউখালীর ফলইবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার ফুফাতো ভাই মো. মিঠু খন্দকারকে পিরোজপুর সদরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে প্রতিপক্ষরা পিরোজপুরের রানীপুর এলাকায় তাদের হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মিরাজ শিকদার ও মিঠু খন্দকারকে গুরুতর জখম করে।পরে তাদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা সিএমএইচ এ রেফার করেন।এ ঘটনায় আহত মিরাজ শিকদারের পিতা মো. সালাম শিকদার বাদী হয়ে রবিবার পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।এ ঘটনায় কাউখালী থানার পুলিশ উপজেলার ফলইবুনিয়া গ্রাম থেকে বেবি খাতুন (৩৫), ইভা খাতুন (৪৯) ও হাসিনা খাতুন (৩২) নামে ৩ জনকে গ্রেফতার করেছে।ঘটনার সংবাদ পেয়ে পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর আশরাফুল ইসলাম আহত মিরাজ শিকদারের বাড়িতে ছুটে যান এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, সেনা সদস্যকে কুপিযে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানার সহায়তায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান
আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না: নৌ উপদেষ্টা
সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু