সেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মির গ্রেফতারের দাবীতে বিক্ষোভে উত্তাল পীরগঞ্জ

সেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মির গ্রেফতারের দাবীতে বিক্ষোভে উত্তাল পীরগঞ্জ

সেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উর্মির গ্রেফতারের দাবীতে বিক্ষোভে উত্তাল পীরগঞ্জ

 

আমির হোসেন রিংকু:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে সন্ত্রাসী উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করায় অভিযুক্ত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপসী তাবাসসুম উর্মীর গ্রেফতার ও তার চাকুরী স্থানী বহিষ্কার করার দাবীতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাঈদের গ্রাম জাফরপাড়া ও পীরগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার সকালে পীরগঞ্জ উপজেলায় স্থানীয়রা এই বিক্ষোভে অংশ নেন। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মহিলা কলেজের সামন থেকে ঘুরে সেখানে শেষ হয়।

বিকাল সাড়ে তিনটার দিকে জাফরপাড়া বাজারে বিক্ষোভ করেন আবু সাঈদের ইউনিয়ন ও জাফরপাড়ার বিক্ষুব্ধ মানুষজন । সেখানেও শত শত মানুষ অংশ নেন, অংশ নেন আবু সাঈদের পরিবারের সদস্যরাও। মিছিলটি স্থানীয় জাফরপাড়া বাজার থোে বের হয়ে মূল সড়ক প্রদক্ষিন করে আবার সেখানে শেষ হয়।

স্থানীয় মাহমুদুল হাসান বলেন, আবু সাঈদকে নিয়ে ধৃষ্টতা দেখিয়েছে উর্মী। সারা দুনিয়া দেখলো একজন নিরীহ ছাত্রকে প্রকাশ্য গুলি করে হত্যা করলো আর তাকে সন্ত্রাসী আখ্যা দিলেন তিনি। অবিলম্বে তাকে গ্রেফতারের দাবী জানান মাহমুদুল।

আবু সাঈদের বড় ভাই মো: বকুল মিয়া জানান, আমাদের ভাইকে এভাবে সন্ত্রাসী বলায় তাকে অপমান করা হয়েছে এবং ছাত্র জনতাকে অপমান করা হয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন,ফেসিস্ট সরকারের প্রেতাত্বারা এখনো লুকিয়ে আছে। আবু সাঈদকে সন্ত্রাসী ওই ম্যাজিষ্ট্রেটের বিচার চাই। তাকে আইনের আওতায় আনার দাবী জানাই।

এর আগে সোমবার দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts