ছোট পর্দায় এবারের ঈদে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি কিছুটা কম। তবে তাঁর ভক্তদের জন্য দারুণ একটি খবর হচ্ছে, ‘চক্কর ৩০২’ সিনেমা দিয়ে বড় পর্দা কাঁপাতে চলেছেন মোশাররফ। সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।
২৬ মার্চ মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার এবং মুক্তির পর বেশ প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে মোশাররফ করিমকে দেখা যাবে মঈনুল চরিত্রে। মঈনুল একজন পুলিশ কর্মকর্তা, যিনি কিনা নানা ঘটনার মধ্য দিয়ে রহস্য উদ্ঘাটনে নেমে পড়েন। এটি থ্রিলার গল্প। সেই সঙ্গে মানবিক দিকও আছে। আরও আছে সম্পর্কের কথা।
সরকারি অনুদানের সিনেমাটির শুটিং হয়েছে ২০২৩ সালে ঢাকা শহর, সদরঘাট, মানিকগঞ্জ, দিয়াবাড়ি, জৈনাবাজারসহ নানা জায়গায়। দর্শক এ সিনেমায় পুলিশ কর্মকর্তা মঈনুলের চোখ দিয়ে রহস্য, মানবিক ও সম্পর্কের গল্প দেখবেন রুপালি পর্দায়।