সুস্থ প্রতিযোগিতা আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ — লেঃ কর্ণেল তাহসিন সালেহীন

সুস্থ প্রতিযোগিতা আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ — লেঃ কর্ণেল তাহসিন সালেহীন

২৬ February ২০২৫ Wednesday ৮:২৬:৪১ PM

Print this E-mail this


সুস্থ প্রতিযোগিতা আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ — লেঃ কর্ণেল তাহসিন সালেহীন

আল আমিন,বাবুগঞ্জ ॥ বরিশাল ক্যাডেট কলেজ এর অধ্যক্ষ লেঃ কর্ণেল তাহসিন সালেহীন (পিএসসি,পদাতিক) বলেন,সুস্থ প্রতিযোগিতা আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা,গান, কবিতা, নৃত্য এগুলো একধরনের শিল্প। এ শিল্প ও সাংস্কৃতিক চর্চায় আপনার সন্তানকে উৎসাহ দিবেন। উন্নত চিন্তার মানুষ হিসেবে যদি আপনার সন্তানকে গড়ে তুলতে চান, তাহলে তাদের শিল্প চর্চায় উৎসাহ ও সহযোগীতা করুণ কোমল। আমাদেরকে সুস্থ শিল্প চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে। ভালো মন্দের পার্থক্য বুজতে হবে। এজন্য আপনার সন্তানকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বেশি বেশি বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। তাহলে তাদের চিন্তা উন্নত হবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে’। তিনি মেয়ে শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, মেয়ে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ তৈরি করতে হবে। তাদের বুঝাতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে ছেলেদের সাথে প্রতিযোগিতা করে সফল হওয়া সম্ভব’। শিশুনিকেতন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসের ২৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তার সহধর্মিণী উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বুধবার বিকালে বাবুগঞ্জ উপজেলার অন্যতম ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ২৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাডেট কলেজ এর এ্যাডজুটেন্ট মেজর মহিউদ্দিন মোহাম্মাদ আসিফ,মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশিকুর রহমান মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আক্তার,বিসিসি’র সহকারি অধ্যাপক মুহাম্মাদ আবুল কালাম আজাদ, সাবেক কৃষি অফিসার আক্কেল আলী জমাদ্দার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ রফিকুল ইসলাম, প্রাথমিকের প্রধান শিক্ষক আরজুমান আরা, সিনিয়র শিক্ষক (শারিরীক শিক্ষা) এ. কে আজাদসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts