মানিকগঞ্জ প্রতিনিধি,১৩ অক্টোবর:
আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে অবাধ- সুষ্ঠ নির্বাচন, দ্রব্যমূল্য কমানো ও সম্প্রীতির বাংলাদেশের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় সম্মিলিত সামাজিক আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঘন্টা ব্যাপি মানববন্ধন পালন করে।
আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে সম্মিলিত সামাজিক আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটির আহবায়ক মো. শাহজাহান আলী সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে আজাদ।
অন্য্যাদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম শীল, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সাইফুল ইসলাম, শাহিনুর ইসলাম শাহিন, সোহেল হোসাইনসহ আরও অনেকেই।
মানববন্ধনে প্রধান অতিথি সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও সকল ধর্মের মানুষের সম্প্রীতি অত্যাবশক। মুক্তিযুদ্ধের বাংলাদেশ লুটেরাদের, দুর্নীতিবাজদের ও সাম্প্রদায়িক অপশক্তির হাতে কোনভাবেই ছেড়ে দেওয়া যাবেনা। ম্মিলিত সামাজিক আন্দোলন জনগণের অধিকার আদায়ে সর্বদা সজাগ।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ অক্টোবর ২০২৩।