বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের দীর্ঘ ১৭ বছর পর বিশাল লোকসমাগম প্রত্যক্ষ করলো এলাকাবাসী। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় হাজার হাজার দলীয় নেতাকর্মীর মুহুর্মূহু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর এলাকার রাজপথ। জনসভায় অসংখ্য নারী-পুরুষের সমাগম ঘটে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতি ছেংগারচর বাজারে বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলো আজ শনিবার ।
এসময় চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মানের এক সুস্পষ্ট রুপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১দফা পৌঁছে দেওয়ার আহবান জানান।
আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন,আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ী বাড়ী গিয়ে মা-বোনদের কাছে বিএনপি’র ভার প্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আমাদের প্রিয় ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। আপনারা যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনসভায় উপস্থিত হয়েছেন আপনারা সবাই বাড়ী বাড়ী গিয়ে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন।
আগামী জাতীয় নির্বচন সম্পর্কে তিনি বলেন, ফেব্রæয়ারীতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন আর আগের মতো হবে না, এই নির্বাচন রাতে নয় দিনে হবে। সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন দলটির বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন তিনি বলেন, ‘দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে, তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা মনে করি, এই ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসবে।’
তিনি জানান, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।’
জনসভায় প্রধান অতিথি হিসেবে ড. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে আরো বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশ স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। এক্ষেত্রে ভোটটা বিএনপিকেই দিতে হবে এমনটা নয়। তাহলে ফ্যাসিস্ট সরকারের সাথে আমাদের পার্থকি কি? তাইতো ড. জালাল উদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে যান, তাদের ভালোবাসা অর্জন করুন, যাতে সাধারণ মানুষের ভোট বরাবরের মতো আমরাই পাই, ধনের শীষেই পাই।
ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি মোঃ নান্নু মিয়া’ প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন এর যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুল গনি তপাদার, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা বলরাম গোস্বামী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, সমাজসেবক মাওলানা ড. আব্দুল মান্নান, আব্দুল হালিম মাষ্টার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান সাগর, পৌর বিএনপি নেতা মোঃ কাউছার মেহেদী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন ফরাজী,যুগ্ম-সম্পাদক মোঃ কাউছার খান, পৌর বিএনপি নেতা মোঃ কাউছার মেহেদী,আবুল কালাম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর যুবদলের সদস্য সচিব আশ্রাফুল আলম সরকার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান,সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, মিজানুর রহমান দর্জি, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌর যুবদল নেতা বাদল সিকদার, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শিপন সরকার, মোঃ নূরনবী, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক শিশির,সহ ছেংগারচর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল,ছাত্রদল,অঙ্গ ও সহযোগি সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/
১১ অক্টোবর ২০২৫

