সুবর্ণজয়ন্তী উপলক্ষে সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের আনন্দ র‍্যালি

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের আনন্দ র‍্যালি

টাইনি টটস এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নজরকাড়া আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনন্দ র‌্যালিতে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিগণ অংশগ্রহণ করেন।   

র‌্যালিটি শনিবার (২৭ জানুয়ারি) ঘোড়ার গাড়ি ও সুসজ্জিত ট্রাকে চড়ে শিক্ষার্থীরা গানের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল আনজুম হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা। স্বাধীন বাংলাদেশে মিসেস ফাইজি চৌধুরীর হাত ধরে এই স্কুলটির যাত্রা শুরু হয়।

আনজুম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা গ্রহণ করে একটি স্মার্ট বাংলাদশে প্রতিষ্ঠায় অংশ নিতে হবে। টাইনি টটস এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গৌরবময় ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ আনন্দ আয়োজন করা হয়েছে। টাইনি টটস এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষায় শ্রেষ্ঠত্বের ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ২ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এক মিলন মেলা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজন সকাল ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। এতে আমন্ত্রিত অতিথিদের সাথে অংশ নেবেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।

অনুষ্ঠান মালার মধ্যে থাকছে হাজার কণ্ঠ: একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা গাইবে হাজার কণ্ঠে সমবেত সংগীত। ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল, শিশুদের কার্নিভ্যাল, ট্যালেন্ট শো, ড্রিল শো, থিয়েটার, লেজার শো, ডকুমেন্টারি ও লাইভ কনসার্ট। রাতের আয়োজনে সংগীতে থাকছেন হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান। থাকবে নেমেসিস ব্যান্ডের হাই ভোল্টেজ পরিবেশনা।

 

Explore More Districts