সুপার মার্কেটের কৃষ্ণচূড়া গাছ

সুপার মার্কেটের কৃষ্ণচূড়া গাছ




মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র সুপার মার্কেট এলাকায় সকালের দিকে একটি কৃষ্ণচূড়া গাছ রাস্তার বেশির ভাগ অংশ নিয়ে হেলে পরে। গেল বৃহস্পতিবার দিন ভোরের দিকে কৃষ্ণচূড়া গাছটিকে রাস্তার পাশে হেলে পরে থাকতে দেখা যায়। তাতে বেশ কিছুক্ষণ এ পথে যানবাহন চলাচলে দেখা দেয় অসুবিধা।

তবে বেলা বারার সাথে সাথে সেই অসুবিধা অনেকটাই কেটে যায়। কিন্তু কৃষ্ণচূড়া গাছ হেলে পরার কারণে রাস্তার ওপরের অনেকের বিভিন্ন রকমের তার নিচে ঝুলে পরে। তার ফলে বড় যানবাহন চলাচলে এখন অসুবিধা দেখা দিয়েছে।

কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে কৃষ্ণচূড়া গাছের মাটি অনেকটাই নরম হওয়াতে এখন এমনটি হচ্ছে। এদিকে কৃষ্ণচূড়া গাছের আশপাশে নানা রকমের অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এই অবৈধ দোকানপাট থেকে এখান কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে বার্ষিক তোলাবাজি করছে বলে খবর পাওয়া গেছে।

এখানে সরকারিভাবে একটি মাও শিশু হাসপাতাল রয়েছে। এর সামনের অংশেই অবৈধ দোকানপাটের মহা উৎসবের ব্যবসা চলছে বলে জানা গেছে। এ বিষয়টি যেন কেউর দেখার নেই।




Explore More Districts