
গাইবান্ধার সুন্দরগঞ্জে দলের প্রতি ক্ষোভ আর বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দিয়েছেন পাঁচ শতাধিক নেতাকর্মী।
রবিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আলমাস উদ্দিন বলেন, জাতীয় পার্টির এমপি শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের কোন খবর নেয়না। ফোন করলেও তা ধরেননা। ঢাকায় তিনি তাঁর ব্যবসা-টক’শো নিয়ে ব্যস্ত থাকেন। তার কতিপয় লোকদের দিয়ে মসজিদের বরাদ্দের টাকা কর্তৃপক্ষকে না দিয়ে তা আত্মসাৎ করেন। তার বাড়িতে কোন সময় আসলে নেতাকর্মীরা দেখা করার জন্য দীর্ঘসময় অপেক্ষা করেও সাক্ষাত মেলে না। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা আ.লীগে যোগদান করলাম।
তিনি আরো বলেন, আফরুজা বারীর সুযোগ্য কন্যা প্রকৌশলী নাহিদ নিগার সাগরের ঢেঁকি মার্কার পক্ষে কাজ করবো।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল আলম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ণ সরকার, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুছ আলী, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল সহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামীলীগ কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় মিসেস আফরুজা বারী আওয়ামীলীগে যোগদানকৃত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়।
এসি