সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফ দায়ী – DesheBideshe

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফ দায়ী – DesheBideshe

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আরএসএফ দায়ী – DesheBideshe

খার্তুম, ১৫ ডিসেম্বর – সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর শনিবারের ড্রোন হামলায় বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দায়ী। হামলায় অন্তত ৬ সেনা নিহত এবং ৮ আহত হয়েছেন। এই ঘটনার পেছনে বিদ্রোহী মিলিশিয়ার ধ্বংসাত্মক মনোভাব স্পষ্ট হয়েছে।

সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ বিদ্রোহীদের মধ্যে দীর্ঘমেয়াদি সংঘাত চলছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ দেশটিকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। সংঘাতের ফলে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ এটিকে বিশ্বের “সবচেয়ে বড়” মানবিক সংকট হিসেবে চিহ্নিত করেছে।

সাম্প্রতিক সময়ে আল-ফাশার শহরে আরএসএফ-এর হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। শহরটি পতনের পর দেশটিতে নতুনভাবে ‘বিভাজন’ স্পষ্ট হয়েছে। পশ্চিম সুদান ও দক্ষিণ কোরদোফান প্রদেশের বেশিরভাগ এলাকা এখন আরএসএফের নিয়ন্ত্রণে, আর সেনাবাহিনী রাজধানী খার্তুম, মধ্য ও পূর্বাঞ্চল এবং রেড সি উপকূলীয় অঞ্চলগুলো ধরে রেখেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৫ ডিসেম্বর ২০২৫



Explore More Districts