পথে পথে চরম দুর্ভোগ
আশুলিয়া কর্মস্থলে যেতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে দেখা গেছে অনেককেই। উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে, ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও রিকশায় করে কর্মস্থলে যাচ্ছেন।
সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় গণপরিবহন না পেয়ে মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। নগরীতে চলাচলকারী গণপরিবহন রিকশার ভাড়া কয়েকগুণ বেশি। এ সময় দুই একটি স্টাফ বাসে যাত্রী পরিবহন করতে দেখা গেলেও তা ছিলো খুবই কম। বেশিরভাগ মানুষ অভিযোগ করছেন প্রতিষ্ঠান থেকে তাদের জন্য নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা করেনি।
সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। সবকিছু খোলা রেখে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে কর্মজীবীরা।
সংক্রমণ কমাতে গণপরিবহন বন্ধ করার কথা বলা হচ্ছে। অথচ বাধ্য হয়ে লোকজন ট্রাকে, পিকআপে, রিকশাভ্যানে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি আরো বাড়ছে। বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় নগরী ছাড়ছেন অনেকে।