সীমান্তে ৪৮ বিজিবি’র খাদ্য সহায়তা অব্যাহত

সীমান্তে ৪৮ বিজিবি’র খাদ্য সহায়তা অব্যাহত

সীমান্তে ৪৮ বিজিবি’র খাদ্য সহায়তা অব্যাহতদৈনিকসিলেটডটকম: সীমান্তে ৪৮ বিজিবি’র খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। রবিবার (১৩ জুন) সকালে সীমান্তে ১৪৯ টি পরিবারকে তারা খাদ্য সহায়তা বিতরণ করে।

সিলেট জেলার সীমান্তবর্তী দোয়ারাবাজার এবং গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশী নাগরিক কর্তৃক অন্যান্য আন্ত: সীমান্ত অপরাধ রোধকল্পে অসহায়, গরীব, হতদরিদ্র এই ১৪৯ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি, বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকায় সীমান্ত হত্যা/সীমান্ত অপরাধ রোধকল্পে দুস্থ্য পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ০৪ কেজি চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, আধা লিটার তৈল, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং ০১ কেজি চিনি বিতরণ করা হয়। এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts