বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র আওতাধীন সীতাকুণ্ড উপজেলা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পন্থিশীলা কৃষক সমবায় সমিতির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামী।
তিনি ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলমগীর ইমরান পেয়েছেন দশ ভোট। সোমবার ( ২ জুন) উপজেলা অভ্যন্তরে বিআরডিবি’র তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল তিনটা পর্যন্ত।
একজন করে সভাপতি ও সহ-সভাপতি এবং ৬ জন সদস্যসহ মোট আটটি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বাকি সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৭ জন। এদের মধ্যে ১৮ জন ভোটার অনুপস্থিত ছিলেন। মূলতঃ সীতাকুণ্ডে বিআরডিবি’র আওতাধীন সক্রিয় প্রত্যেকটি সমিতির একজন করে সদস্য এই নির্বাচনে ভোটার হয়েছেন। প্রতি তিন বছরের জন্য স্ব-স্ব সমিতির ব্যবস্থাপনা কমিটি একজন করে সদস্য ভোটার নির্বাচিত করে থাকেন।
সীতাকুণ্ড পল্লী উন্নয়ন অফিসার মরিয়ম আক্তার মুক্তা বলেন, এ উপজেলায় সর্বমোট একশ তেরটি সমবায় সমিতি রয়েছে। তন্মধ্যে মহিলা সমবায় সমিতি রয়েছে ৫৩ টি, কৃষক সমবায় সমিতি ৫৩ টি এবং গৃহহীন সমবায় সমিতি রয়েছে সাতটি। কিন্তু পর্যাপ্ত শেয়ার, সঞ্চয় না থাকায় ২৬ টি সমবায় সমিতির সদস্য ভোটার হতে পারেনি। তিনি বলেন, যে সকল সমিতি বছরে ন্যূনতম ৩ হাজার টাকা শেয়ার ও সমপরিমাণ সঞ্চয় থাকে এবং অন্তত বিশ জন সদস্য ৫০ টাকা হারে প্রতিবছর শেয়ার ও সঞ্চয় জমা রাখে ওই সমিতি সক্রিয় সমিতি বলে বিবেচিত হয়।
নব-নির্বাচিত সভাপতি ইউসুফ নিজামী বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি দারিদ্র্য বিমোচনে একটি টিম ওয়ার্ক হয়ে কাজ করে। আমরা পল্লী উন্নয়নের আওতাধীন নিষ্ক্রিয় সমিতিগুলোকে সক্রিয় করা এবং সক্রিয় সমিতিগুলোকে আরও বেগবান করার কাজকে প্রাধান্য দেব।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন উভয় প্রার্থীর ভাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল নজিরবিহীন।
এসসি/সিটিজিনিউজ