সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় বাসের ধাক্কায় আব্দুল খালেক (২৮) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় অবস্থিত ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল নবী মাষ্টার বাড়ীর আব্দুল হাদী দুলালের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন সকালে সাইকেল চালিয়ে আব্দুল খালেক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজন থেকে জানতে পেরেছি ঢাকামূখী একটি দ্রুতগামী চয়েস পরিবহনের যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রমকালে এক সাইকেল আরোহী যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।
পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে সকাল ৯টার দিকে মারা যান তিনি।