সীতাকুণ্ডে মাইক্রোবাসে তল্লাশি, অস্ত্রসহ গ্রেপ্তার ২ – Chittagong News

সীতাকুণ্ডে মাইক্রোবাসে তল্লাশি, অস্ত্রসহ গ্রেপ্তার ২ – Chittagong News

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি চেকপোস্টে তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া বাজার এলাকায় বসানো চেকপোস্টে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে ৬টি শ্যুটার গান, ১টি দেশীয় রাইফেল ও ১টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া দু’জন হলেন—বরিশালের মো. মনির হোসেন (৪৫), তিনি বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের বাসিন্দা; এবং নোয়াখালীর চাটখিল থানার রাম নারায়ণ ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রাম হয়ে নোয়াখালী অভিমুখী একটি মাইক্রোবাসে অস্ত্র পরিবহনের তথ্য পায় গোয়েন্দারা। এরপর জেলার বিভিন্ন থানায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়। এক পর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে নোয়াখালীতে নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts