সীতাকুণ্ডে ডাকাতের ধাওয়া খেয়ে গাড়ির নিচে মাছ ব্যবসায়ী – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে ডাকাতের ধাওয়া খেয়ে গাড়ির নিচে মাছ ব্যবসায়ী – দৈনিক আজাদী





সীতাকুণ্ডে পন্থিছিলা এলাকায় ডাকাতের ধাওয়া খেয়ে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মোঃ মনা মিয়া। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার মিঠাছরা। তিনি সীতাকুণ্ড বাজারের একজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

তিনি প্রতিদিনের মত মাছ বিক্রি করে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে সীতাকুণ্ড পৌরসভাস্থ পন্থিছিলা এলাকা অতিক্রম করছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল তাকে ধাওয়া করলে তিনি অজ্ঞাত এক গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফাযার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল।

তিনি বলেন, ডাকাত দল তাকে আগে থেকেই ফলো করছিল। মাছ ব্যবসায়ী মনা মিয়া ব্যবসা শেষে তার নিজবাড়ি মিঠাছরা যাওয়ার সময় আগে থেকে ওৎপেতে থাকা ডাকাত দল তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য তাকে ধাওয়া করে।

এতে তাকে অপর একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।




Explore More Districts