
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১২টার সময় উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ এডিশন নামক যাত্রীবাহী বাসটিতে (ঢাকা মেট্টো-ব-১৩-০০০১) বাড়বকুণ্ড বাজার অতিক্রমকালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক বাসটিকে বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড় করিয়ে আগে যাত্রীদেরকে নিরাপদ নামা নিশ্চিত করেন। তারা নামতে নামতে আগুনের তীব্রতা বাড়ে। যার কারণে স্থানীয়রা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। ফলে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর চালক ও হেলপার পালিয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল করিম দুলাল জানান, আগুন লাগার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনি। বাসের ইঞ্জিন থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ডি-ইভূ