সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন – Chittagong News

সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন – Chittagong News

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক কিশোরের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আহমদ হোসেন জানান, ট্রেনের ছাদে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ানোর সময় ওই কিশোর ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এতে ট্রেনের চাকায় তার ডান পা কেটে যায় এবং সে মাথায়ও আঘাত পায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়।

রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির এসআই আশরাফ সিদ্দিকী বলেন, “ট্রেন থেকে পড়ে কিশোরের পা কেটে যায়। তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোরটি ট্রেন ভ্রমণের জন্য টিকিট না কেটেই ছাদে উঠেছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

এই ঘটনায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদে ওঠা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন সচেতন যাত্রীরা।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts