সীতাকুণ্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত – Chittagong News

সীতাকুণ্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত – Chittagong News

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফ.সি.এ বলেছেন, তৃণমূল থেকে একটি ছেলে অথবা একটি মেয়ে যখন তার যোগ্যতার কারনে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হন তখন সে যে গ্রামের সন্তান হন সেই গ্রামটিকে ঐ খেলোয়ারের নামেই ডাকা হয়। পত্রিকার পাতায় সেই গ্রামটি সবার কাছে পরিচিতি লাভ করে। তাই এই ধরনের টুর্নামেন্ট হচ্ছে আমাদের খেলোয়ার তৈরির আতুরঘর। যুব সমাজকে ক্রীড়াচর্চায় বেশি বেশি সম্পৃক্ত করা গেলে মাদকসেবন সহ বিভিন্ন অপকর্ম থেকে দুরে থাকবে।

১লা মার্চ (শনিবার) সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় মাঠে নুনাছড়া যুব সংঘ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট ২৪-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উক্ত ফাইনাল খেলায় খোশাল মহুরী বাড়ীকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে নুনাছড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে অতিথিবৃন্দ দুইদলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী’র সভাপতিত্বে ও পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মোবারক হোসেন জামশেদের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আবুল মুনছুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু জিতেন্দ্র নারায়ণ নাটু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনসন আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সৈকত এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের এডহক কমিটির সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন, পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম বাবুল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts