সীতাকুণ্ডের রাস্তায় রাস্তায় ছড়ানো সাদা পাউডার, বাতাসে উড়ে ঢুকছে শরীরে

সীতাকুণ্ডের রাস্তায় রাস্তায় ছড়ানো সাদা পাউডার, বাতাসে উড়ে ঢুকছে শরীরে

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কের পথে পথে অজানা সাদা পাউডারের স্তূপ জমে আছে। পাউডারগুলো সড়কের ওপরে থাকায় গাড়ি চলাচলের সময় উড়তে থাকে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী ব্যক্তিদের শরীরে ঢুকে পড়ছে।

গত এক সপ্তাহ আগে এসব পাউডার সড়কের পাশে ফেলে যাওয়া হয়। স্থানীয় লোকজনের ধারণা, পাউডারগুলো জাহাজভাঙা কারখানার। সেখান থেকে এনে সড়কের পাশে এসব ফেলে যাওয়া হয়। আবার কেউ বলছেন, মেয়াদোত্তীর্ণ কোনো রাসায়নিক বন্দর থেকে এনে ফেলে রাখা হয়েছে। কেউ কেউ বলছেন, সাদা পাউডার নষ্ট হয়ে যাওয়া চুনাপাথর। তবে পাউডারগুলো আসলে কী, তা নিশ্চিত হতে পারেনি কেউই। পরিবেশ অধিদপ্তর বলছে, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সড়কে পড়ে থাকা পাউডার কী ধরনের, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Explore More Districts