সিলেট-০১ আসনে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক এহতেশাম হক। বুধবার (২৪ ডিসেম্বর’২৫) দুপুরে সিলেট ডিসি অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র প্রার্থী হিসাবে সিলেট-০১ আসনে তিনি মনোনীত হয়েছেন।
মনোনয়ন কেনার সংবাদ ছড়িয়ে পড়লে এহতেশাম হক-এর সমর্থনে সিলেট এনসিপি নেতৃবৃন্দের মধ্যে আনন্দের উত্তাপ ছড়ায়। তাৎক্ষণিক ডিসি অফিসে সিলেট জেলা ও মহানগর এনসিপির নেতা কর্মীরা তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, সিলেট-১ আসনে এনসিপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে হবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, মহান আল্লাহর ইচ্ছায় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের ভোটে এনসিপি এই আসনে কাঙ্খিত বিজয় অর্জন করবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপি’র আহবায়ক জুনায়েদ,মহানগরের আহবায়ক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন,সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগর সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন শাহান,সিলেট জেলার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,মহানগর যুগ্ম সদস্য সচিব মুস্তাক আহমেদ,জেলার অর্থ সম্পাদক সাদী জামালী, জেলা সদস্য শোয়াইব আহমেদ, এছাড়া জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।


