সিলেট সীমান্তে চোরাচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা ও দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার ও শনিবার এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার ও শনিবার সিলেটের সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার, সোনালীচেলা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় পন্য জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদ, অবৈধ বিয়ার ও মদ পরিবহনের দায়ে একজন আসামী এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, অরিও বিস্কুটসহ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক আটক করে। আটককৃত মালামালের মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।