২৭ এপ্রিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। স্পেনের সারাগোসায় প্রথম ফ্লাইট যাবে। মাল্টাভিত্তিক গ্যালিস্টেয়ার ইনফিনিট এভিয়েশন এ সেবা পরিচালনা করবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিমানবন্দর পরিদর্শন করে কার্গো টার্মিনাল ও সরঞ্জাম যাচাই করেন। সিএএবি-এর সহকারী পরিচালক কাউসার মাহমুদ বলেন,”এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইউরোপ ও যুক্তরাজ্যে সরাসরি রপ্তানির ক্ষেত্রে বড় অগ্রগতি।”
তিনি আরও জানান,সিলেট থেকে কৃষিপণ্য, হিমায়িত খাদ্য,ফুল,চামড়াজাত পণ্য ও হস্তশিল্প এখন সরাসরি বিদেশে পাঠানো যাবে,যা রপ্তানিকারকদের সময় ও খরচ বাঁচাবে এবং পণ্যের গুণগত মান ঠিক রাখবে। ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্গো গুদাম,প্রশিক্ষিত কর্মী এবং ইউরোপ-যুক্তরাজ্য অনুমোদিত নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। আগেই পরীক্ষামূলক চালান পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সিলেটের পর পরবর্তী ধাপে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরকেও এ সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
১৯ এপ্রিল ২০২৫
এজি