সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃ-ত্যু

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃ-ত্যু

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃ-ত্যুসিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট সিরিজে দায়িত্ব পালনকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক (সিকিউরিটি কো-অর্ডিনেটর) মো. ইকরাম চৌধুরী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন ইকরাম চৌধুরী।

বিসিবির চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে দ্রুত সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে, হাসপাতালে একাধিকবার হার্ট অ্যাটাক হওয়ার পর দুপুর ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সিলেট নগরীর পূর্ব পীর মহল্লা এলাকার বাসিন্দা ইকরাম দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন।

২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। খেলা শুরুর আগে মাঠ ও আশপাশের এলাকা বোম্ব স্কোয়াড দিয়ে সুইপিং করানো ছিল তার অন্যতম প্রধান দায়িত্ব।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে স্টেডিয়ামের সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান অনি বলেন,‘সকালে তিনিই স্টেডিয়ামে সবার আগে আসেন। বোম্ব স্কোয়াড নিয়ে সুইপিংয়ের কাজ শুরু করেন।

কাজ চলার সময় গাড়ি চালাতে চালাতে সহকর্মীদের বলেন শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর জানতে পারি, তার শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে।’

তিনি আরো জানান, ‘আমি গিয়ে দেখি, তার শরীর ঠান্ডা হয়ে আসছে। তিনি নিজেই বলেন—বুকে জ্বালা করছে। দ্রুত বিসিবির চিকিৎসককে খবর দিই। তাকে সিসিইউতে নেওয়া হয়, পরে আইসিইউতেও রাখা হয়। মাঝে কথা বলছিলেন, ইনজেকশনও দেওয়া হয়। কিন্তু একপর্যায়ে পরপর কয়েকবার হার্ট অ্যাটাক হয়ে তিনি চলে যান।’

ইকরাম চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছে। ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়ক ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোকাহত।’

ডিএস/আরএ

Explore More Districts