সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

দৈনিকসিলেটডটকম:  সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে সেবা পক্ষ ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর চৌকিদেখিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ।

জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অফিস সম্পাদক বাহার উদ্দিন, শ্রমিকনেতা মোবারক আলী, আব্দুশ শহীদ বকস, সারওয়ার, জাকির হোসেন, জুয়েল আহমদ, মিজানুর রহমান, আবুল কাশেম, জিল্লুল হক প্রমুখ।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সোহেল। শেষে সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ, জাতি ও সমাজের কল্যাণমূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে দেশেকে এগিয়ে নিতে হবে। শুধু দুনিয়ায় লাভবান ও সম্পদের পিছনে ছুটলে চলবে না, আখেরাতের কল্যাণ লাভের জন্য সবাইকে আল্লাহর হুকুম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তবেই দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি লাভ করা সম্ভব। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ কখনো অন্যায়-অপরাধের সাথে জড়িত থাকেন না। পরিশ্রমের মাধ্যমে তারা জীবিকা অর্জন করছেন। ইসলাম শ্রমিকিেবজয় দিবস উপলক্ষে সিলেট জেলা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

Explore More Districts