সিলেট কারাগারে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক-প্রেমিকা

সিলেট কারাগারে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক-প্রেমিকা

সিলেট কারাগারে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক-প্রেমিকাপ্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান। অবশেষে তাদের বিয়ে হলো কারাগারে। বরের নাম শিমুল, আর কনে মিতা।

তাদের বিয়ের পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার। তিনি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান।

এ ঘটনায় মিতা বাদি হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকগণের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহরানা ছিলো ৫ লাখ টাকা।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এসময় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

ডিএস/এমসি

Explore More Districts