সিলেটের কানিশাইল থেকে একসাথে ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানায় মহানগর পুলিশের মিডিয়া সেল। পুলিশের দাবি তারা সবাই শিলং তীর জুয়া খেলায় ছিলেন।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কোতয়ালী থানাধীন কানিশাইল ০১নং রোডের মারুফ টি-স্টলের সামনা থেকে জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হলেন-সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজার এলাকার রমিজ মিয়ার ছেলে বর্তমানে কানিশাইল এলাকার রমিজ মিয়ার কলোনির বাসিন্দা তাহের আহমদ (৩০), বিশম্ভরপুরের পলাশ লতারগাঁও গ্রামের উসমান মিয়ার ছেলে বর্তমানে কানিশাইলস্থ সজিব মিয়ার কলোনির বাসিন্দা শামীম আহমদ (২০), ধর্মপাশা থানার দৈরশ্রী বাখরপুরের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে বর্তমানে কানিশাইলের ইমন মিয়ার কলোনির বাসিন্দা স্বপন মিয়া (৫৫), হবিগঞ্জের লাখাইয়ের তেঘরিয়া বোল্লা এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে বর্তমানে শামীমাবাদ এলাকার আমজাদ মিয়ার গ্যারেজের পাশের কলোনির বাসিন্দা জসিম (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয়কলস এলাকার জামাল উদ্দিনের ছেলে বর্তমানে নগরীর রোকেয়ার কলোনির বাসিন্দা আল আমিন (২৭), বগুড়ার শিবগঞ্জ থানার ময়দানঘাট বাহাগুলপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে বর্তমানে নগরীর কানিশাইল এলাকার বেলাল মিয়ার কলোনির অধিবাসী মো. বাদল (৩৮), ছাতক থানাধীন মন্ডলিভোগ এলাকার আবুল কালামের ছেলে, বর্তমানে নগরীর কানিশাইলের হুময়ায়ুনের কলোনির বাসিন্দা সুজাত মিয়া (৩৫)।
তাদের সবার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৬৭৮/২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

