সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করল বিজিবি

সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করল বিজিবি

সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করল বিজিবি

সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালানকালে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে ১৯ বিজিবি। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র দায়িত্বাধীন ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বেটনোভেট-এন ক্রিমের ১৯ হাজার ৪০ পিস উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ২৮ লাখ ৫৬ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা চলছে। দেশের স্বার্থ রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে আমাদের অভিযান চলবে। জব্দকৃত ঔষধ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts