সিলেটে ১ কোটি ৪০ লক্ষ টাকার ভারতীয় চেরাচালান আটক

সিলেটে ১ কোটি ৪০ লক্ষ টাকার ভারতীয় চেরাচালান আটক

সিলেটে ১ কোটি ৪০ লক্ষ টাকার ভারতীয় চেরাচালান আটক

সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক ২টি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টা ২৫ মিনিটে ২৭ বীর এর ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফ নেতৃত্বে গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে সেনা বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় ১টি গোডাউন হতে ২জন ব্যক্তি ও মিনি ট্রাকসহ অবৈধভাবে সীমান্ত দিয়ে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে।

অপরদিকে রাত ১০টা ১০মিনিটে ২৭ বীর এর ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদ নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান পরিচালনা করে ১টি গোডাউন থেকে সীমান্ত পথে নিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য আটক করা হয়।

সেনা বাহিনীর অভিযানে আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মো. হানিফ আহমদ, নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লক্ষ ৮৭ হাজার ৪ শত ৪০ টাকা৷

সেনাবাহিনীর পক্ষ হতে অভিযানে আটককৃত পণ্য সমুহ ৪৮ বিজিবির সিও কাছে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়।

ডিএস/আরএ

Explore More Districts