সিলেটে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বুম বক্স কমিউনিকেশন্স ’র উদ্যোগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১২ জন সফল নারীকে অপরাজিতা এওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর একটি কনভেশন হলে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবার নয়, পুরো সিলেটের গৌরব।
দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ছিলো বিভিন্ন সেশন, যেখানে আলোচিত হয় নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্বের বিকাশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন- সিলেটসহ গোটা দেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।
বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে ও নাহিদা খান সুমি’র পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের একজিইউএস এম্বাসি ঢাকার এক্সচেঞ্জ অ্যালামনাই সাইদা জামিলা বকুল জুঁথি, এনআরবি ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজী, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার, মো. আনোয়ার সাদাত।
বুম বক্স কমিউনিকেশন্স এর উদ্যোগে সিলেট উইমেন্স ইন্টারপ্রেনারশিফ সামিট -২০২৫ ও ‘অপরাজিতা’ অনুষ্ঠানে যারা অ্যাওয়ার্ডপেয়েছেন- রাবেয়া খান আহমেদ, শামা হক চৌধুরী, ফারমিস আক্তার, রাধাবতী দেবী, মনোজাহা পলী ইসলাম, সাংবাদিক বিলকিস আক্তার সুমি, ফেরদৌসি মোহিউদ্দিন, শেলিনা আক্তার চৌধুরী, তাহিয়া তালবিয়া মিম, তৌহিদা টাম্মি, শান্তনা দেবী, বর্ণালী দাস তৃষা। অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।