সিলেটে সীমান্তে ১ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে সীমান্তে ১ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে সীমান্তে ১ কোটি ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্ত এলাকায় ১ কোটি ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় চোরাচালন পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৫১০ টাকা বলে জানায় বিজিবি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেটের বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলাবাজার, প্রতাপপুররে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মেডিসিন, কসমেটিকস, ফল, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকলেট, সোয়েটার, বিড়ি, জিরা, জুস, বাংলাদেশী শিং মাছ, বারকী নৌকা আটক করা হয়।

আটককৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ ৮০ হাজার ৫১০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts