সিলেটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সিলেটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সিলেটে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসকে কেন্দ্র করে সিলেটে বইছে উৎসবের আমেজ। নানা আয়োজনের মধ্যে দিয়ে সিলেটে এবার যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে ফুল হাতে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। একই সাথে স্মৃতি স্তম্ভে ফুল দিতে আসেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। তবে এবার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের। বিজয় দিবসে সিলেট জেলা স্টেডিয়ামে সকাল থেকে শুরু হয়েছে কুচকাওয়াজ অনুষ্ঠান।

এদিকে এবারই প্রথম সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্দেশনা দিয়েছেন, বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের সকল ব্যবসায়ী সংগঠন, বহুতল মার্কেট, বাজার এবং বাণিজ্যিক ভবন সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা দেয়া হয়েছে। স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসা মানুষের কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড, আবার কারো হাতে ছিল লাল-সবুজ পতাকা। সবাই যেন মিলেছেন এক মোহনায়।

জানা যায়, সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ভোরে সুর্য উদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হবে। সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। বেলা ১১টায় কবি কাজী নজরুল অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সেই সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপি মঙ্গলবার সকাল ১০টায় চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়া সকাল ১০টা ১৫ মিনিটে ঐতিহাসিক ক্বিন ব্রিজ থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিলেট জেলা ও মহানগর ছাত্রশক্তি ও যুবশক্তির যৌথ উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

Explore More Districts