সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার তেরমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), ও রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জের তেরমাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল আহাদ ও সাব্বির আহমদ। এ সময় গুরুতর আহত হয়েছেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মরহুম আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম বলে, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের জন্য লাশ দুই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


