সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেটে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেট নগরীতে দ্রুতগতির মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় আহমদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ি নবাব রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় বাগবাড়ির শহিদ মিয়ার ছেলে। তাদের পরিবার বাগবাড়ি নরসিংটিলায় শিশু মিয়ার বাসায় ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর নবাবরোড এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস (হাইয়েস) এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হৃদয় ছিটকে গিয়ে ফুটপাতে উড়ে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা নবাব রোড অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/শাআ

Explore More Districts