সিলেটে বুধবার যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটে বুধবার যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটে বুধবার যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেট  নগরীর বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি মুক্তিরচক ফিডারের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক, শাহপরান হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুই নির্বাহী প্রকৌশলীরা সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগীতা চেয়েছেন। তারা জানান, সরবরাহ সম্ভব না হলেও দুর্ঘটনা এড়াতে লাইনগুলো চালু থাকবে বলেই গণ্য হবে।

ডিএস/এমসি

Explore More Districts