সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

সিলেট সীমান্তে চোরাচালানকালে ১ কোটি ৩১ লাখ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। বুধ ও বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানাগেছে, সিলেটের সীমান্তবর্তী কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়। এছাড়াও সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ি আটক করা হয়।

আটককৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।

সিলেট ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে।’

Explore More Districts