সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত চোরচালানকালে ১ কোটি ৩৬ লাখ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সীমান্তে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ সিলেটের বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওরে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য শাড়ী, সানগ্লাস, গরু, চকোলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা ও চিনি। বাংলাদেশী শিং মাছের চালানও জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

Explore More Districts