সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ তরুণী আটক

সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ তরুণী আটক

সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ তরুণী আটক

সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ এক তরুণীকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দক্ষিণ সুরমার লালাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তরুণী হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার নানু মিয়ার মেয়ে রিয়া আক্তার (২০)।

র‌্যাব জানায়, শনিবার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর এলাকা থেকে এক তরুণী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসযোগে সিলেটের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছে। পরে লালাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী পালানোর চেষ্টা করেন। তাকে তল্লাশি চালিয়ে একটি কফি রঙের ট্রলি ব্যাগের ভেতর স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Explore More Districts