ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ছাড়া আরও একটি ভিডিও প্রথম আলোর কাছে এসেছে। এতে দেখা যায়, স্থানীয় কিছু বাসিন্দা পুলিশের জ্যাকেট পরিহিত ওই ব্যক্তির কাছে তাঁর নাম জানতে চাচ্ছেন। তাঁর পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে। জবাবে পুলিশের জ্যাকেট পরিহিত ওই ব্যক্তি জানান, তাঁর পরিচয়পত্র সঙ্গে নেই। এ সময় স্থানীয় লোকজনকে বলতে শোনা যায়, ওই ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে এসেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ বেশধারী ব্যক্তি সত্যিই পুলিশের সদস্য। তাঁর নাম নারায়ণ। তিনি কনস্টেবল হিসেবে কানাইঘাট থানায় কর্মরত আছেন। আটকের পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ সদস্য নারায়ণকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়ালের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।