সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ মে) ২টা ৪৫ মিনিটে নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পিছনে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে গোপন সংবাদ পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন-মোঃ নাজিম উদ্দিন, কাউসার আহমদ, রাজু মিয়া, শুভ আহমদ, স্বপন আহমদ, সাগর মিয়া। ডাকাতদের হেফাজত থাকা চারটি ধারালো চাকু, ১টি ধারালো রামদা ও ০১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।