সিলেটে টানা দুই দিন ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটে টানা দুই দিন ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটে টানা দুই দিন ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক:: উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সিলেটে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ও শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-৪ এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ও রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেটের টুকেরবাজার ফিডারের আওতাধীন টুকেরবাজার, পীরপুর, কাজির গাঁও, ভগতিপুর, গালম শাহ্, নোয়াগাঁও, মির্জাগাঁও, ফতেহপুর, লামাকাজী, সংপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আগামী রবিবার (৪ সেপ্টেম্বর) করেরপাড়া, পনিটুলা, কালিবাড়ী, গ্রিন সিটি, হাওলদার পাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, বিজিবি ক্যাম্পসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Explore More Districts